বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এবার ইংল্যান্ড ক্রিকেট দল সাক্ষাত করলো দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে। টেন ডাউনিং স্ট্রিটে এদিন অধিনায়ক ইয়ন মরগানসহ দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় একটি টিম বাসে করে পুরো ইংল্যান্ড দল প্রধানমন্ত্রীর বাসভবন টেন ডাউনিং স্ট্রিটে পৌছায়। সেখানে পৌঁছানোর পর ইংল্যান্ড দলকে উষ্ণ অভ্যর্থনা জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। সবাইকে বিশ্বকাপ জয়ে শুভেচ্ছা জানান মে।
এ সময় মের সঙ্গে একই ফ্রেমে ক্যামেরাবন্দী হয় পুরো ইংল্যান্ড দল। অধিনায়ক ইয়ন মরগানের সঙ্গে এসময় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেন থেরেসা মে। যা ক্যামেরাবন্দী করে রাখা হয়। নিউজিল্যান্ডকে টান টান উত্তেজনার ফাইনালে হারিয়ে ৪৪ বছর পর প্রথম বিশ্বকাপের শিরোপা জেতে ইংল্যান্ড।