কাতার স্টেডিয়াম

আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করেছে কাতার। ইতিহাসের প্রথমবার শীতকালে হতে চলা বিশ্বকাপ নানা কারণে আগের আসরগুলির চেয়ে আলাদা। এই বিশ্বকাপের প্রতিটি স্টেডিয়ামে, ট্রেইনিং ফ্যাসিলিটিজে, ফ্যানজোনে তাপমাত্রা নিয়ন্ত্রিত রাখতে সৌরবিদ্যুত চালিত পাওয়ারকুলিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। পরিবেশবান্ধব ৮টি ভেন্যুতে হবে কাতার বিশ্বকাপের ৬৫টি ম্যাচ।
তিরিশ লাখ মানুষের দেশ কাতারে বিশ্বকাপ উপলক্ষে প্রস্তুত করা হয়েছে বেশ কিছু স্টেডিয়াম। বিশ্বকাপের পর পুনরায় এই জায়গা পুনরায় ব্যবহার করার স্বার্থে এমনভাবে তৈরি করা হয়েছে যে, পরবর্তীতে তা পুনর্গঠন করা সম্ভব হয়। বিশ্বকাপের পর প্রায় ১৭০,০০০ আসন এই স্টেডিয়ামগুলো থেকে খুলে উন্নয়নশীল দেশের ক্রীড়ার উন্নয়নের জন্য সাহায্য হিসেবে পাঠানো হবে।