লাইভ টিভি
LIVE
এক বছর খান না পানি
লাইফস্টাইল
১৩ মে, ২০২২
বিরল রোগে আক্রান্ত কিশোরী, কষ্টে কাঁদবে সে উপায়ও নেই!
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার রাজ্যে এক কিশোরী বিরল এক রোগে আক্রান্ত। পানি খেলেই তার নানা সমস্যা দেখা দেয়। তাই এক বছর ধরে খান না পানি। এমনকি চোখের পানিতেও সমস্যা। গড়িয়ে পড়লে পানিকে মনে হয় অ্যাসিড। পানি না খাওয়ার কষ্টে একটু যে কাঁদবে তারও উপায় নেই। বাহিরের কোনো পানির সংস্পর্শে আসা তো দূরে থাক, শরীর ঘামে ভিজে গেলেও যন্ত্রণায় কাতর হয়ে পড়ে। লালচে হয়ে ফুলে ওঠে ত্বক। খবর নিউইয়র্ক পোস্টের।
২ মিনিটে পড়ুন
আরও নিউজ
অ্যাপ্লিকেশন আপডেট করবেন?
না
হ্যাঁ