বয়স ১৫ বছরের গণ্ডি পেরোনোর আগেই শিশু সাংবাদিক হিসেবে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, তথ্য, শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও যোগাযোগ, তথ্য ও টেলিযোগাযোগ, খাদ্য, ভূমিমন্ত্রী, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৭২ জনের মতো সাক্ষাতকার নেয়া শেষ তার। নানজীবার ‘নানজীবা’ হয়ে ওঠার গল্পটা জানতে চাইলে মিষ্টি হেসে বলেন, আসলে আমি তেমন কেউ নই যে, আমার ‘আমি’ হয়ে ওঠার গল্প জন মানুষকে জানাতে হবে। আমি বাঙালি ঘরের দু’পাঁচটা সাধারণ মেয়ের মতো অতি সাধারণ একজন মেয়ে, যে বেড়ে উঠেছে মানবসেবার প্রত্যয় নিয়ে। পুঁজি বলতে কিছুই ছিলো না আমার, ছিলো শুধু একবুক সাহস, আর হার না মানার তীব্র জেদ। এসবই আমাকে আজকের নানজীবা বানিয়েছে। বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের সাক্ষাৎকার নেয়ার মাধ্যমে আপনার সাংবাদিকতার হাতেখড়ি। শিশু সাংবাদিক হিসেবে ওইদিনের অনুভূতিটা কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন, আমার জীবনে প্রথম ইন্টাভিউ ছিল সাকিব ভাইয়ার কাছে। ইন্টারভিউ নিতে গিয়ে খুব নার্ভাস লাগছিলো। কিন্তু ভালভাবেই শেষ করেছিলাম। উনি খুব ভালো মানুষ। উনাকে আমার দারুণ পছন্দ। বিটিভিতে লম্বা সময়জুড়ে কাজ করছেন শিশু সাংবাদিক নানজীবা খান। তিনি বর্তমানে বাংলাদেশ টেলিভিশনে আমাদের কথা ও আমরা রঙিন প্রজাপ্রতি অনুষ্ঠান দুটির উপস্থাপক। বিটিভিতে উপস্থাপনা করেও কুড়িয়েছেন সবার প্রশংসা। ভবিষ্যৎ স্বপ্ন বিষয়ে নানজীবা বলেন, আমি ভবিষ্যতে নিজেকে কোনো ‘তথাকথিত’ মানুষ নয়, ‘প্রকৃত’ মানুষ হিসেবে দেখতে চাই। আর আমৃত্যু কলম যুদ্ধটা অব্যাহত রাখতে চাই। চিত্রশিল্পী, লেখক, উপস্থাপক, মডেল, অভিনেত্রী এসব পরিচয়ের চেয়ে নিজেকে সাংবাদিক ও শিশু চলচ্চিত্র পরিচালক হিসেবে দেখতে ভাল লাগে। To be honest is I say that Sky is my Heart but Media is my Soul Made আমি কখনও মিডিয়া ছাড়তে পারবো না। আমার আত্মা সব সময় মিডিয়ায় পড়ে থাকে। কারণ ছোটবেলা থেকে আমি এর সাথে বেড়ে উছেছি সুতরাং এইটা ছাড়া সম্ভব না। আর আকাশ আমার খুব ভাল লাগে Sky is my Destination বিধায় আমি ভবিষ্যতে একজন পাইলট হতে চাই।