গল্পের পৃথিবীতে, সবাই গল্প শুনতে চায়। বিশেষত যারা মন ও মননে রেখাপাত করেন তাদের কথা। কিন্তু একই মানুষের একই কথা কেন বারবার শুনবে মানুষ?
তাই ভিন্ন এক আবহে, ভিন্ন উপস্থাপনায়, অজানা গল্পের ডালি সাজিয়ে সময়ের পর্দায় আসছে সেলিব্রেটি শো; অত:পর আমি।
এই পর্বের অতিথি হয়ে আসছেন, অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া শুনাবেন তার জীবনের অজানা অখ্যান।