শিরোনাম শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন। কিন্তু এ সন্ত্রাসের ভয়াবহতা সম্মুখ সন্ত্রাসের চাইতেও বেশি। যেটি শেষ করে দেয়ার ক্ষমতা রাখে আপনার নিজের, কিশোর-যুবক ছেলে মেয়ে বা পুরো পরিবারের জীবন। এমনই একটি ভয়ঙ্কর বিষয় আজ আপনাদের সামনে আনতে চাই।
স্যোসাল মিডিয়া। এটি আজ আমাদের মৌলিক চাহিদাগুলোর একটি হিসেবে জীবনে স্থান করে নিয়েছে। গোটা বিশ্বকে আজ সত্যিকার অর্থেই টাচ স্ক্রিনে নিয়ে এসেছে এসব স্যোসাল মিডিয়া।
তবে সোস্যাল মিডিয়া কেন্দ্রিক ব্যাক-মেইলিং, যৌনতা, নগ্নতা, খুন, ধর্ষণ, প্রতারণা, অশ্লীলতা, ডিভোর্স, আত্মহত্যা, মূল্যবোধের অবক্ষয় আজ একটি কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। তথ্যপ্রযুক্তির এই যুগে ইন্টারনেট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভুগছেন নিরাপত্তাহীনতায়।