আজকের অসঙ্গতিতে থাকছে দুটি রিপোর্ট। প্রথমেই দেখাবো 'দুর্নীতি ধরা পড়ায় ‘ম্যানেজ’ করতে চাইলেন হাসপাতালের কর্মকর্তারা'। এটি নিয়ে আমাদের সহকর্মী সেলিয়া সুলতানার করা একটি রিপোর্টে উঠে এসেছে নতুন চিকিৎসক তৈরি ও চিকিৎসা সেবা নিতে আসা জনগণের ভরসাস্থল মেডিকেল কলেজে কিভাবে ঘটেছে পুকুর চুরি, কারা করলো এসব, এর দায়ই বা কার।
আমাদের দ্বিতীয় প্রতিবেদনটিতে থাকছে কিছু মানুষ রুপী হায়ানার পাশবিকতার চিত্র। ভাগ্নিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাজশাহীর এক প্রত্যন্ত গ্রামে মামাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আতঙ্কে নিহতের ভাগ্নি নবম শ্রেণির ছাত্রী বৈশাখীসহ তার পুরো পরিবার। সেটি দেখার জন্য আশাকরি থাকবেন শেষ পর্যন্ত।