বর্তমানে টক অফ দা কান্ট্রি ক্যাসিনো। যেখান থেকে বেরিয়ে আসছে, রূপকথার গুপ্তধনের মতো শত শত কোটি টাকার অবৈধ সম্পদের কাহিনী, বিপরীতে নি:স্ব হওয়া মানুষের আর্তি। দেশের সনাম ধন্য ক্লাবগুলো জড়িত রয়েছে এ অবৈধ ব্যবসার সঙ্গে। আর ক্লাবগুলোকে ব্যবহার করে টাকার কুমির বনে গেছেন সুযোগসন্ধানী একটি শ্রেণী। এদের কেউবা টোকাই, ঠেলাগাড়ি চালক কেউ ছিলেন শ্রমিক বা নিম্নবিত্ত পরিবারের সন্তান। সম্প্রতি র্যাব-পুলিশের অভিযানে আটক হওয়া ক্যাসিনো সম্রাটদের উত্থানের সেই গল্প হার মানায় সিনেমার কাহিনীকেও। সেই কাহিনীই আজ আমরা দেখাবো আপনাদের।
https://www.youtube.com/embed/tkWgMu8yCmo