সাব্বির সামি মুহিত, সকলকে স্বাগত জানাচ্ছি, সময়ের অসঙ্গতি অনুষ্ঠানে। এ আয়োজনে আমরা খুঁজে থাকি,আলোর মাঝে লুকায়িত অন্ধকারকে। আর অন্ধকারের মধ্যে ক্ষীণ আলোর রেখাটি আমরা তুলে আনতে চাই। কারো পক্ষে বা বিপক্ষে আমরা নই। কাউকে হেয় করা ছোট করা মোটেও আমাদের উদ্দেশ্য নয়। শুধু অসঙ্গতিটি আপনাদের সামনে তুলে ধরতে চাই,চাই আপনার বিবেককে জাগ্রত করতে। বিবেকের আদালতে আপনিই হবেন বিচারক। আপনিই বিচার করবেন কোনটি ভালো,কোনটি মন্দ,কি হওয়া উচিত ছিলো আর কি হয়েছে, কে দোষী কে নির্দোষ। আমাদের আজকের অসঙ্গতির বিষয় ইউএস বাংলা ট্রাজেডির ১ বছর, কেমন আছেন নিহতের স্বজনেরা!
ঠিক এক বছর আগে ১২ই মার্চ পুরো দেশকে স্তব্ধ করে দিয়ে ৭১ জন আরোহী নিয়ে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস বাংলার বিএস ২১১ ফ্লাইট। পাইলট আবিদ সুলতান, সহকারী পাইলট পৃথুলা রশিদসহ এই দুর্ঘটনায় প্রাণ হারান ২৭ বাংলাদেশিসহ ৫১ জন। এক বছর পেছনে ফিরে দেখে আসি কি ঘটেছিলো সেদিন।
বিশ্বের ঝুঁকিপূর্ণ ১০টি বিমানবন্দরের মধ্যে ত্রিভুবন বিমানবন্দর একটি। তবে সোমবার ত্রিভুবন বিমানবন্দর থেকে ওই বিমানের ক্যাপ্টেনকে ভুল বার্তা দেয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছিলেন ইউএস বাংলা কর্তৃপক্ষ।তবে নেপাল কর্তৃপক্ষ বিমানবন্দরে কোনো ত্রুটি আছে এমন কথা স্বীকার করেনি।
আর বিমানে যান্ত্রিক কোনো ত্রুটি ছিল না বলে জানিয়েছিলেন ইউএস বাংলা কর্তৃপক্ষ। বিমান উড্ডয়নের আগে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল এবং তখন কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি।
এরপর এক দুই করে পার হয়েছে ৩৬৫টা দিন। এখনো মর্মান্তিক এই দুর্ঘটনার ক্ষত বয়ে বেড়াচ্ছেন আহতরা। শোক কাটিয়ে উঠতে পারেননি নিহত ২৭ বাংলাদেশির স্বজনরা। শোক, নানা প্রতিশ্রুতি আর অপ্রাপ্তির বোঝা কিভাবে বয়ে বলেছেন তারা একটু একটু দেখে আসি।