কাউকে হেয় করা, ছোট করা বা বিব্রত করা আমাদের উদ্দেশ্য নয়। সমাজের বিভিন্ন অসঙ্গতিকে আপনাদের সামনে তুলে আনাই আমাদের লক্ষ্য। আমাদের এবারের পর্বের অসঙ্গতির নাম 'ড. আকাশের আত্মহনন! সমাজের বুকে নতুন ক্ষত।'
প্রযুক্তি আর সভ্যতার উৎকর্ষের যুগে এই ঝলমলে নগরীর উল্টোপাশেই যেনো নিকষ কালো জমাট বাধা অন্ধকারের রাজত্ব। এমনই এক অন্ধকারের ঘটনা চট্টগ্রামে ডাক্তার আকাশের আত্মহত্যা। যে ঘটনাটি নতুন করে নাড়া দিয়েছে পুরো দেশকে। এ অসঙ্গতি নতুন করে ভাবতে বাধ্য করেছে প্রত্যেকটি মানুষকে। চলুন দেখে আসি আসলে কি ঘটেছিলো সেদিন রাতে।