সময়ের অসঙ্গতি [ধোঁয়ার মাঝেই স্বর্গীয় সুখ! কিভাবে বিপথগামী হচ্ছে তরুণ-তরুণীরা]
দেশের অভিজাত এলাকা থেকে শুরু করে বস্তি, সকল স্থানেই স্টাডি সার্কেলের মতো গড়ে উঠেছে ইয়াবা সার্কেল। সকলেই যেন বুদ হয়ে আছে বর্ণহীন এই ধোঁয়ার জগতে। কিন্তু তাদের কাছে ধোঁয়ায় মাঝেই যেন রয়েছে এক স্বর্গীয় সুধা!