SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১৯-০১-২০১৮ ০৫:১৭:৫১

ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে : সেতু মন্ত্রী

2018-01-18-7-711554

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলতি বছর ডিসেম্বর নাগাদ পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।
গতকাল বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য সেলিনা বেগমের এক প্রশ্নের জবাবে পদ্মা সেতু প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ইতোমধ্যে সেতুর একটি স্প্যান বসানো হয়েছে এবং চলতি মাসে আরো একটি স্প্যান বসানো হবে। এটি বাস্তবায়নে পাইল ড্রাইভিং এবং পিয়ার কলামের পাশাপাশি অবশিষ্ট স্প্যানগুলো পর্যায়ক্রমে বসানোর মাধ্যমে চলতি বছর ডিসেম্বর নাগাদ সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

মন্ত্রী বলেন, 'পদ্মা নদীর মাটির লেয়ারের ভিন্নতার কারণে ১৪টি পিয়ার লোকেশনে পাইলের ডিজাইন চূড়ান্ত করতে কিছুটা বিলম্ব হচ্ছে '।

তিনি বলেন, ' এ ধরনের কাজে অভিজ্ঞ দেশ-বিদেশের বিশেষজ্ঞদের মাধ্যমে বিষয়টি দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়া চলমান রয়েছে '।