রোবট সোফিয়াকে চিনে না এমন মানুষ হয়তো এখন পৃথিবীতে কমই আছে। কারণ নাগরিকত্ব পাওয়া প্রথম রোবট হচ্ছে সোফিয়া। সোফিয়ার আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু কারণ সে মানুষের মত কথা বলতে পারে। হ্যানসন রোবটিকস নির্মিত সোফিয়া একটি অত্যাধুনিক রোবট।
তবে সোফিয়ার শরীরের আকৃতি দেয়া হলেও তার পা ছিলো না। এবার সেটাও যুক্ত হয়ে গেলো। তবে শুধু যে পা হয়েছে তা কিন্তু নয় পায়ের সঙ্গে নাচের কিছু মুদ্রাও আয়ত্ত করেছে সোফিয়া।
হাত-পা নেড়ে কয়েকটি স্টেপ করতে দেখা যায় ভিডিওটিতে। সোফিয়ার হাটার শুরু ছোট একটি প্রয়াস। রোবটের জন্য হাটার সিস্টেম তৈরি করা মানুষ জাতির জন্য একটি বিরাট পদক্ষেপ। সোফিয়ার এখন নতুন এক জোড়া পা রয়েছে। সোফিয়াকে ০.৬ এমপিএইচ মাত্রায় হাঁটার ক্ষমতা দেয়া হয়েছে । এছাড়া সোফিয়া ৬০ রকমের চেহারার আকৃতি পরিবর্তন করতে পারে।