SomoyNews.TV

Somoynews.TV icon বাণিজ্য সময়

আপডেট- ০৬-০১-২০১৮ ১২:০২:২৫

গেল সপ্তাহে ডিএসই'র প্রধান সূচকে বেড়েছে ৪৮ পয়েন্ট

dse

গেলো বছরের শেষ কার্যদিবসের চেয়ে লেনদেন কমার মধ্য দিয়ে ২০১৮ সালের প্রথম দিন কার্যক্রম শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহের মাঝামাঝিতে বাড়লেও শেষে কিছুটা কমে লেনদেনের পরিমাণ। তবে সপ্তাহজুড়ে উর্ধ্বমুখী থাকে সূচক। সপ্তাহশেষে লেনদেন বাড়ে ১শ' ৪৪ কোটি ৪৬ লাখ টাকা, সূচক বাড়ে ৪৮ পয়েন্ট।

গেলো সপ্তাহের প্রথম কার্যদিবস ডিএসই'তে লেনদেন হয় ৩শ' ৭৪ কোটি ৩০ লাখ টাকা। যা এর আগের কার্যদিবস এবং ২০১৭ সালের শেষ কার্যদিবসের চেয়ে ২শ' ৫২ কোটি ৫৯ লাখ টাকা কম। এদিন সূচক ছিলো ৬ হাজার ২শ' ৫৪ পয়েন্ট। লেনদেন এবং সূচকের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস লেনদেন বেড়ে ৬শ' কোটির ঘরে পৌঁছায়। লেনদেনের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এদিন কিছুটা বাড়ে সূচক। তৃতীয় কার্যদিবস লেনদেন কমে দাঁড়ায় ৫শ' ৭৬ কোটি ৫৭ লাখ টাকা। এদিন সূচক ছিলো সর্বোচ্চ ৬ হাজার ৩শ' ১৮ পয়েন্ট। চতুর্থ কার্যদিবস লেনদেন আরো কমে দাঁড়ায় ৫শ' ১৮ কোটি ৭৬ লাখ টাকা। এদিন সূচক ছিলো ৬ হাজার ৩শ' ২ পয়েন্ট।

গেলো সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২শ' ৩১ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ৮৫ টির এবং অপরিবর্তিত ছিলো ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম।

গেলো সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিলো ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং, লিগেসি ফুটওয়্যার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বারাকা পাওয়ার এবং সাইহাম টেক্সটাইল মিলস। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজ, সাবঅরডিনেটেড কনভার্টেবল বন্ডস অব ব্র্যাক ব্যাংক, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, শ্যামপুর সুগার মিলস এবং বাংলাদেশ ল্যাম্পস উল্লেখযোগ্য।