SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ১৫-১১-২০১৭ ১৪:০৬:৩৮

বৃষ্টির বাগড়ায় বিপিএল

bpl-logo

বিপিএলের সিলেট পর্ব নির্বিঘ্নেই কেটেছে। ঢাকা পর্বের শুরুটাও ঝামেলাহীন হয়েছিলো তবে আসরের অষ্টম দিনে এসে বৃষ্টির বাধায় পড়তে হলো বিপিএলকে।

বুধবার সকাল থেকেই ঢাকায় মেঘলা আকাশ আর গুড়ি গুড়ি বৃষ্টি ছিলো। দিনের প্রথম ম্যাচে বেলা একটায় মুখোমুখি হওয়ার কথা ছিলো খুলনা টাইটানস এবং সিলেট সিক্সার্সের।

প্রথম দেখায় মাহমুদুল্লাহর খুলনার কাছে ঘরের মাঠে হেরেছিলো নাসিরের সিলেট। সবচেয়ে বেশি পাঁচ ম্যাচে ৩ জয় আর ২টি হার নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে আছে সিলেট। আর খুলনার অবস্থান চারে। সিলেটের চেয়ে এক ম্যাচ কম খেলে ২টি জয় এবং বাকি ২টি ম্যাচে হেরেছে তারা।

/এসএম