SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ০৭-১১-২০১৭ ১৩:৫৭:১৭

আলির পর এবার ইনজুরিতে হ্যারি কেইন, উইংকস

re3

আগামী বছর বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানো শুরু করেছে সরাসরি কোয়ালিফাই করা দেশগুলো। এজন্য প্রস্তুতি ম্যাচে ফুটবলারদের পরীক্ষা-নিরীক্ষা করবে দলগুলো। তবে এক্ষেত্রে বিপাকে পড়েছেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট।

কারণ, ডেলে আলির পর এবার ইনজুরির কারণে ইংল্যান্ড স্কোয়াড থেকে ছিটকে পড়লেন টটেনহামের দুই খেলোয়াড় হ্যারি কেইন এবং হ্যারি উইংকস। ডাক পেয়েছেন ওয়েস্ট ব্রমউইচ ফুটবলার জ্যাক লিভারমোর।

১০ এবং ১৪ নভেম্বর যথাক্রমে জার্মানি ও ব্রাজিলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। সেই ম্যাচের আগে ইনজুরি জেঁকে বসেছে ইংল্যান্ড শিবিরে। হ্যামস্ট্রিং-এর ইনজুরির কারণে আগেই ছিটকে পড়েছিলেন ডেলে আলি। এবার পায়ের ইনজুরির কারণে কেইন এবং গোড়ালির ইনজুরির কারণে ইংল্যান্ড দল থেকে ছিটকে পড়লেন উইংকস। তাই জার্মানি ও ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে দল সাজাতে কিছুটা হিমশিম খেতে হবে কোচ গ্যারেথ সাউথগেটকে। একই সাথে আগামী বছর অনুষ্ঠেয় রাশিয়া বিশ্বকাপের আগে ইনজুরির এমন খবর দুঃসংবাদই বটে ইংল্যান্ডের জন্য।

এদিকে, কেইনের ইনজুরির কারণে ইংল্যান্ডের হয়ে অভিষেক হতে পারে ট্যামি আব্রাহামের।