ভারতের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন কারাভোগ শেষে ১৯ বাংলাদেশি সিলেটের বিয়ানীবাজার শেওলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বিজিবি'র ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক প্রত্যাবর্তনকারীদের গ্রহণ করেছেন।
চাঁদপুরের ফাতেমা। ভারতীয় প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় সেখানে। সেই প্রেমিক কিশোরী ফাতেমাকে সেখানে নিয়ে বিক্রি করে দেয়। দীর্ঘ ১০ বছর নানা হাত বদলের পর কারাগার হয়ে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বাংলাদেশে প্রবেশ করলেন তিনি।
ভুক্তভোগী ফাতেমা বলেন, সে আমাকে বিয়ে করার কথা বলে ভারতে নিয়ে যায়। পরে আমাকে বিক্রি করে পালিয়ে যান।
এদিকে ফাতেমার সঙ্গে ১৯ জন দুর্বিসহ জীবন শেষে বাংলাদেশে প্রবেশ করলেন। দেশের ১৬ জেলার বাসিন্দা এই ১৯ জনকে গ্রহণে ছুটে আসেন স্বজনরা।
আবদুর রহিম নামে এক জানান, আমার এক চাচা ভারত থেকে ফিরেছেন। তার জন্য এখানে এসেছি।
ভারতের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন যারা, তাদের শিগগিরই ফিরিয়ে আনার কথা জানালেন ৫২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ।
তিনি বলেন, ভারতীয় হাইকমিশার ও বাংলাদেশের হাইকমিশারের যৌথ চেষ্টায় তাদেরকে নিয়ে আসা হয়েছে। এছাড়াও বাকি যারা ভারতীয় কারাগারে রয়েছেন তাদেরকেও পর্যায়ক্রমে নিয়ে আসা হবে।
ভারতের কারাগারে এখনও অর্ধশত বাংলাদেশি রয়েছেন।