SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ২৮-০১-২০২১ ১৭:৫৩:৫২

হবিগঞ্জে দেওয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু

hobigonj

হবিগঞ্জের চুনারুঘাটের দেউন্দি চা বাগানে কারখানার নির্মাণাধীন দেওয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চা শ্রমিকরা হলেন, ওই বাগানের দিনেশ মোন্ডার ছেলে অজিত বাপ্পি (৩০) ও একই বাগানের আমিন মালের ছেলে স্বপন মাল (৩৪)।

চা শ্রমিক অনিল মোড়া জানান, বাগানের কারখানার পুরাতন ভবন সংস্কার করে নতুন করে নির্মাণের কাজ চলছিল। এক পর্যায়ে ভবনের দেওয়ালের উপরে ওঠেন অজিত চা শ্রমিক বাপ্পি ও স্বপন মালা। এ সময় দেওয়াল ভেঙে পড়লে তারা ভাঙা দেওয়ালের নিচে চাপা পড়েন। 

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক বিনতী শর্মা তাদের মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে কর্মরত পুলিশের এসআই নেসার আহমেদ জানান, দেওয়াল চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।