নাটোরের সিংড়ায় নির্বাচনী গণসংযোগের সময় প্রতিপক্ষের হামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী দাউদার মাহমুদসহ ২ জন আহত হয়েছেন। এদের মধ্যে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিলন হোসেনকে গুরুতর অবস্থায় সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) দুপুরে দলের মেয়র প্রার্থী তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে পৌরসভার ৭নং ওয়ার্ডের নিঙ্গুইন এলাকায় গণসংযোগ করতে গেলে আওয়ামী লীগের কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেছেন সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ।
এ ব্যাপারে নাটোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অভিযোগ করা হয়েছে বলে জানান বিএনপির মেয়র প্রার্থী তাইজুল ইসলাম।