SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ২৪-০১-২০২১ ১২:৫২:৩৬

ব্যাচেলর পার্টি করতে গিয়ে দুর্ঘটনায় বরুণ

varun

ব্যাচেলর পার্টি করতে গিয়ে বিয়ের কয়েক ঘণ্টা দুর্ঘটনার মুখে পড়েছেন বরুণ ধাওয়ান। আলিবাগে ব্যাচেলর পার্টির আয়োজন করেছিলেন বরুণ। গাড়ি নিয়ে আসার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন বরুণ। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

আলিবাগ পুলিশ ভারতীয় গণমাধ্যমকে জানায়, ব্যাচেলর পার্টি থেকে বিয়ের ভেন্যুতে আসার পথে দুর্ঘটনার মুখে পড়েন বরুণ। তবে গুরুতর দুর্ঘটনা নয় এটি। গাড়ির সামান্য ক্ষতি হয়েছে। বরুণ ধাওয়ান একেবারে সুস্থ আছেন। 

২৪ জানুয়ারি দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন বরুণ নাতাশা। এর আগে মেহেদী উৎসব, গায়েহলুদ আয়োজন সেরেছেন নাতাশা। আলিবাগের দ্য ম্যানসন হাউসে বসবে বিয়ের মূল আয়োজন। করোনার কারণে ছোট করা হয়েছে অতিথি তালিকা। পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, বিয়ের দাওয়াত পাননি বচ্চন পরিবার এবং গোবিন্দার পরিবারের কেউ। ওদিকে বিয়ের ছবি না তোলার জন্য অনুরোধ জানিয়েছেন বরুণ ধাওয়ান। বিয়ের আনুষ্ঠানিকতা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। তারপর তুরস্কে হানিমুনে যাবেন এ দম্পতি।