SomoyNews.TV

Somoynews.TV icon বাণিজ্য সময়

আপডেট- ২১-০১-২০২১ ১১:৪০:৩১

বাইডেনের শপথে চাঙা বিশ্ব শেয়ারবাজার

us

নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার পর বুধবার রেকর্ড চাঙা হয়েছে এশিয়া ও যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার।

নেটফ্লিক্সের শেয়ারের দাম হঠাৎ অনেক বেড়ে গেছে। বেড়েছে গুগলের অঙ্গপ্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ারের দাম। সূচক চাঙা হয়েছে মার্কিন ডও জনস, নাসডাক কম্পোসিটি আর এনএন্ডপির।

পুরো উৎসবের আমেজ ছিল পুরো ওয়ালস্ট্রিটের শেয়ারবাজারে।

এদিকে নতুন মার্কিন প্রেসিডেন্টের শপথের পর বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল থেকে চাঙা এশিয়ার শেয়ারবাজার। মহামারির মধ্যেও উৎসবের আমেজ শেয়ারবাজারে। চাঙা হংকং, জাপান, দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচক।