SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ১৯-০১-২০২১ ১৭:০৫:৫০

সমালোচকদের এক হাত নিলেন কোহলি

56

ভারতের ঐতিহাসিক জয়। অস্ট্রেলিয়ার ৩২ বছরের দম্ভ চূর্ণ করে টেস্ট সিরিজ জিতে নিয়েছে ভারত। কিন্তু মাঠে থেকে এই ঐতিহাসিক জয়ের সাক্ষী হতে পারেননি বিরাট কোহলি। অ্যাডিলেড টেস্টের পর থেকেই আছেন পিতৃত্বকালীন ছুটিতে। এমন জয় মাঠে থেকে উদযাপন করতে পারছেন না, তাতে কী! সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিকই সরব তিনি। দলের রোমাঞ্চকর জয়ে প্রশংসায় পঞ্চমুখ কোহলি। 

আরও পড়ুন: ঐতিহাসিক জয়ে ভারতীয় দলের জন্য পুরস্কার ঘোষণা

তবে অ্যাডিলেড টেস্টে বাজে হারের পর যে সমালোচনা হয়েছিল তা নিয়েও মুখ খুলেছেন কোহলি। সমালোচকদের এক হাত নিয়েছেন ভারতীয় অধিনায়ক। অ্যাডিলেডে ভারতীয় ইনিংস ৩৬ রানে গুটিয়ে যাওয়ার পর নানা সমালোচনার পরও তিনি দলের পাশে ছিলেন। তার বদলি হিসেবে রাহানের ক্যাপ্টেন্সির উপর ভরসা রেখেছিলেন। 

এবার রাহানের অধীনে সিরিজ জয়ের পর টিম ইন্ডিয়ার সমালোচকদের উদ্দেশে টুইট করেছেন কোহলি। তিনি টুইটারে লিখেছেন, 'অসাধারণ জয়। অ্যাডিলেডের পর যারা ভারতীয় দলের ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, তারা এবার শিক্ষা নিন। দুরন্ত পারফরমেন্স। দলের ছেলেদের ও ম্যানেজমেন্টকে শুভেচ্ছা। এই ঐতিহাসিক জয়ের মুহূর্ত উপভোগ করো সবাই।'