SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১৮-০১-২০২১ ১৮:০৭:২৭

ঢাকা উত্তরের ‘সিস্টার সিটি’ হতে চায় প্রিস্টিনা

dncc-mayor

কসোভোর রাজধানী প্রিস্টিনাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ‘সিস্টার সিটি’ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত গুনের উরেয়া।

সোমবার (১৮ জানুয়ারি) গুলশানের ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগরভবনে সংস্থার মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান গুনের উরেয়া।  

সাক্ষাত অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, দুটি শহরের মধ্যকার সম্পর্ক দুই দেশের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। 

আরও পড়ুন: ভুয়া এনজিও কর্মকর্তা ‘হেলিকপ্টার রুবেল’ গ্রেফতার 

এসময় ডিএনসিসি মেয়র বলেন, বাংলাদেশ ও কসোভো দুটি ভ্রাতৃপ্রতীম দেশ। দুই দেশের রাজধানী শহর একে অপরের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারে। 

সাক্ষাতে ডিএনসিসি’র মেয়রের কাছে কসোভোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত গুনের উরেয়া।

তিনি ডিএনসিসি মেয়রের বিভিন্ন ধরনের জনসচেতনতা ও জনসেবামূলক কাজের প্রশংসা করেন।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।