SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১৮-০১-২০২১ ১৭:৫৪:৫৪

পানছড়িতে কৃষি জমির টপসয়েল কাটায় জরিমানা

brics

খাগড়াছড়ির পানছড়িতে ইটভাটার জন্য অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটায় ভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার নালকাটা এলাকায় আরডব্লিওএইচ ব্রিকসকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ভবিষ্যতে এমন অপরাধ সংঘটিত করবে না মর্মে আরডব্লিওএইচ ব্রিকসের ব্যবস্থাপকের থেকে মুচলেখা নেওয়া হয়। অবশ্য এর আগে একই অপরাধে জরিমানা হয়েছিল প্রতিষ্ঠানটির। 

অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব মালো জানান, বেআইনিভাবে কৃষি জমির টপসয়েল কাটায় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।