ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর সূচি চূড়ান্ত করা, ভ্যাকসিনসহ নানা ইস্যুতে আলোচনা করতে ২৭ জানুয়ারি দিল্লি যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মূলত ২৭-২৯ জানুয়ারি ফরেন অফিস কনসালটেশন বৈঠকে যোগ দিয়ে তিনি এসব কর্মসূচি চূড়ান্ত করবেন।
রোববার (১৭ জানুয়ারি) মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ২৬ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরমধ্যেই গত ১৭ ডিসেম্বর ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ বিষয়ক আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি। তবে এবার পররাষ্ট্র সচিব সরাসরি দিল্লিতে সে আমন্ত্রণপত্র পৌঁছে দেবেন।
সচিবের সফর সূচিতে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে আলাদা করে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বৈঠকে দুই সচিব করোনা ভ্যাকসিন, অভিন্ন নদীর পানি বণ্টনসহ নানা বিষয়ে আলোচনা করার কথা রয়েছে।
এর আগে করোনার মধ্যেই প্রথমবারের মতো ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব। গত ডিসেম্বর মাসে ফিরতি সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের পররাষ্ট্র সচিবের।
এবার সে সফরে গিয়ে তিনি দিল্লির কাছে পৌঁছে দেবেন ঢাকার বার্তা বলে জানানো হয়।