সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বুধবার (১৩ জানুয়ারি) ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর প্রচারণা শেষে হোটেলের ডালপুরি ও চা খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় ৯ জন অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদেরকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থদের পরিবারের স্বজনরা জানায়, বুধবার দুপুরের সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী আতাউর রহমানের সমর্থকরা নির্বাচনী প্রচারণা শেষে মাহমুদপুর বেলতলা এলাকার মহর সেখের দোকানে চা ও ডালপুড়ি খায়।
পরে বিকেলে ফারুক, তাইম, রাজিব সহ বিভিন্ন বয়সের ৯ জন অসুস্থ হয়ে পরে। অসুস্থদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।