SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১৩-০১-২০২১ ২১:০৯:৩৭

বন্দুক পরিষ্কারের সময় গুলিতে শিশু নিহত

osmaninogor

সিলেটের ওসমানীনগরে বন্দুকের গুলিতে ইব্রাহিম আহমদ (৬) নামের এক শিশু নিহত হয়েছে। সে উছমানপুর ইউনিয়নের চক ইছামতি গ্রামের প্রবাসী নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে লাইসেন্সকৃত বন্দুক পরিষ্কার করার সময় এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ইছামতি গ্রামের প্রবাসী নজরুল ইসলামের মা মোছা. ছালেহা খাতুনের নামে একটি দুইনলা বন্দুক রয়েছে। মঙ্গলবার বিকেলে গুলিভর্তি বন্দুকটি পরিষ্কারের জন্য তাদের আত্মীয় এবং ব্যক্তিগত গাড়িচালক ফরহাদ আহমদকে (৪০) দেওয়া হয়। তিনি সেটি পরিষ্কারের সময় অসাবধানতাবশত বন্দুক থেকে গুলি বের হয়ে শিশু ইব্রাহিমের বুকের বাম পাশে লাগে। এতে ইব্রাহিম গুরুতর আহত হয়। দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর মামা কামরুল ইসলাম বলেন, লাইসেন্সকৃত বন্দুকটি পরিষ্কার করার সময় অসাবধানতাবশত গুলি বের হয়ে ইব্রাহিমের বুকে লাগে। এ দুর্ঘটনায় আমাদের পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, ডাকাতের ভয়ে লাইসেন্স করা বন্দুক ব্যবহার করত ওই পরিবার। গুলি লোড করা অবস্থায় বন্দুকটি পরিষ্কার করার সময় গুলি বের হয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জেনেছি। জিজ্ঞাসাবাদের জন্য গাড়িচালক ফরহাদ আহমদকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় বুধবার ওসমানীনগর থানার এসআই সুবিনয় বাদী হয়ে মামলা দায়ের করেছেন।