SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ১৩-০১-২০২১ ১৮:৪৮:৫৪

রাতে মাঠে নামছে রোনালদোর য়্যুভেন্তাস

ron

কোপা ইতালিয়ায় রাতে মাঠে নামছে ক্রিস্টিয়ানো রোনালদোর য়্যুভেন্তাস। তাদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল জেনোয়া। বুধবার (১৩ জানুয়ারি) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ২টায়।

রাউন্ড অব সিক্সটিনের লড়াইয়ে নামার আগে জেনোয়াকে নিয়ে ভালোই হোমওয়ার্ক করেছে য়্যুভেন্তাস। দলীয় কোচের কথায় সেটা পরিষ্কার।

য়্যুভেন্তাস কোচ আন্দ্রে পিরলো বলেন, ডেভিড ব্যালারদিনির অধীনে বদলে গেছে জেনোয়া। সম্ভবত তারা ৫ জন ডিফেন্ডার নিয়ে, কাউন্টার অ্যাটাকে খেলবে। ম্যাচটা সহজ হবেনা। এমনিতে কোপা ইতালিয়া নিয়ে মানুষের অত আগ্রহ থাকেনা। তবে, ম্যাচ শুরু হলে তারা উপভোগই করে। আর আমাদের জয়ের মধ্যে থাকতে হবে। তাহলে দলের আত্মবিশ্বাসও বাড়ে বহুগুণ। 

জেনোয়ার বিপক্ষে আগের ২৯ ম্যাচে ২০ টিতেই জিতেছে তুরিনের ওল্ড লেডিরা। সবশেষ দেখায় সিরিআ'তেও ৩-১ গোলে জিতেছিলো পিরলোর দল। জোড়া গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ ম্যাচেও তেমন কিছুর খোঁজে থাকবেন সিআরসেভেন।

চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন পর্তুগিজ সুপারস্টার। পাওলো দিবালা, আলভারো মোরাতা, অ্যারন র‍্যামসিরাও আছেন ছন্দে। সবমিলিয়ে জয়ের খোঁজেই থাকবে পিরলোর দল।