SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ০২-১২-২০২০ ১৮:২৬:১৬

করোনা থেকে মারাত্মক নিউমোনিয়া, বিজেপি নেতার মৃত্যু

bjp-corona-death

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ভারতের গুজরাট থেকে মনোনীত রাজ্যসভার সংসদ সদস্য অভয় ভরদ্বাজ (৬৬) মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে চেন্নাইয়ের এমজিএম হেল্থকেয়ারে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা আক্রান্ত হয়ে গত ৩১ আগস্ট থেকে ভুগছিলেন অভয় ভরদ্বাজ। কোভিড থেকে সেরে মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। ৯ অক্টোবর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। সংক্রমণের কারণে তার দুটি ফুসফুসই একেবারে নষ্ট হয়ে গিয়েছিল।

অভয় ভরদ্বাজ ছিলেন বিশিষ্ট আইনজীবী। চলতি বছরের জুনে বিজেপির টিকিটে রাজ্যসভায় সংসদ সদস্য নির্বাচিত হন। হাসপাতালের মেডিকেল সার্ভিসেসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডা. অনুরাধা ভাস্করণ জানান, লাইফ সাপোর্টে থাকাকালে তার একাধিক অঙ্গ ধীরে ধীরে বিকল হতে শুরু করে। শেষ পর্যন্ত মঙ্গলবার বিকেলে তিনি না ফেরার দেশে চলে যান। 

বিজেপির এই এমপির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।