SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ২৯-১১-২০২০ ১০:০৮:৩৮

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় নিরাপত্তা সদস্য নিহত, আহত ৯

mawbadi

ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় এক সৈন্য নিহত হয়েছেন। আহন হন কমপক্ষে ৯ জন। স্থনীয় সময় শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮:৩০ এর দিকে হামলার ঘটনা ঘটে। আহতদের হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, সুকমা জেলায় সেন্ট্রাল রির্জাভ ফোর্স- সিআরপিএফের সদস্যদের লক্ষ্য করে আইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। ঘটনাস্থলেই এক নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হন। বিস্ফোরণে সিআরপিএফের আরও কয়েক সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরো পড়ুন: পাল্টাপাল্টি রাষ্ট্রদূত বহিষ্কারে উত্তপ্ত মন্টেনিগ্রো-সার্বিয়া

হতাহতরা বিপদমুক্ত বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনার পরই ছত্তিশগড়ে অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 

ভারতজুড়ে এই মুহূর্তে ‘মাওবাদী’ দল ও গ্রুপের সংখ্যা কত, সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি । এর মধ্যে মাওবাদী কমিউনিস্ট সেন্টার (এমসিসি) এবং পিপলস ওয়ার গ্রুপ (পিডব্লিউজি) বেশ বড় এলাকাজুড়ে সক্রিয়। এদেরই ঐক্যবদ্ধ নাম সিপিআই (মাওবাদী)।