SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ২৮-১১-২০২০ ১৮:৫৭:২০

মাওলানা স্বামীর সঙ্গে সানার গাড়িতে ঘোরার ভিডিও ভাইরাল

-7

সবে সবে বিয়ে করেছেন সানা খান। মাওলানা আনাস সাঈদের সঙ্গে সংসার পেতেছেন তিনি। গুজরাটের মাওলানার সঙ্গে গাঁটছড়া বাঁধার পর বিভিন্ন মুহূর্তের ভিডিও শেয়ার করতে শুরু করেছেন এক সময়ের অভিনেত্রী।

বিয়ের পর শাশুড়ির হাতের বিরিয়ানি তৈরির ভিডিও শেয়ার করে অনুরাগীদের চমকে দিয়েছেন সানা খান। এবার আনাস সাঈদের সঙ্গে বাড়ির বাইরে বের হলেন সানা। মুখ ঢেকে গাড়িতে বসে থাকতে দেখা যায় বিগ বসের প্রাক্তন প্রতিযোগীকে। প্রাক্তন অভিনেত্রী স্বামীর সঙ্গে কোথায় যাচ্ছেন, সে বিষয়ে কিছু জানা যানাননি। তবে ভিডিও প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
 
জনপ্রিয় কোরিওগ্রাফার মেলভিন লুইসের সঙ্গে বিচ্ছেদের পর মন ভেঙে যায় সানা খানের। এমনকি, তার সঙ্গে সম্পর্ক থাকাকালীন মেলভিন বিভিন্ন সময়ে অন্য মেয়েদের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছেন বলে বিস্ফোরক অভিযোগ করতে দেখা যায় সানাকে। এরপরই বিনোদন দুনিয়াসহ বলিউড থেকে সরে যাচ্ছেন বলে প্রকাশ্যে ঘোষণা করেন সানা খান। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়।

ভিডিও