SomoyNews.TV

Somoynews.TV icon বাণিজ্য সময়

আপডেট- ২৮-১১-২০২০ ১০:৫০:৪৩

আয়কর রিটার্ন দাখিলে বিলম্ব হলেই করের ওপর ২ শতাংশ সুদ

tax-return

আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হয়ে আসায় কর অঞ্চলগুলোতে এখন করদাতাদের উপচেপড়া ভিড়। সব সুবিধা না থাকলেও মেলার পরিবেশে প্রতিটি কর অঞ্চলে জমা নেওয়া হচ্ছে রিটার্ন। কোভিডের কারণে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর দাবি থাকলেও এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি এনবিআর। এ বছর সরকার ই-টিআইএন ধারীদের রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করায় রিটার্ন বেশি জমা পড়বে বলে প্রত্যাশা কর্মকর্তাদের। 

৩০ নভেম্বর শেষ হচ্ছে ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়। এরপর রিটার্ন দিলে দিতে হবে অনাদায়ী করের ওপর ২ শতাংশ হারে বিলম্ব সুদ। সময় ফুরিয়ে আসায় প্রতিটি কর অঞ্চলেই এখন তাই করদাতাদের সরব উপস্থিতি। 

মেলার মতো উৎসবমুখর পরিবেশ থাকলেও অনেক কর অঞ্চলে সংকীর্ণ পরিসরে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না হওয়ায় এবং অন্যান্য সুবিধা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। সহজ ও হয়রানিমুক্ত কর ব্যবস্থার পাশাপাশি সব কর অঞ্চলে অনলাইনে রিটার্ন দাখিলের সুযোগ এবং সময় বাড়ানোরও দাবি করেন কেউ কেউ। 

কর কর্মকর্তারা বলছেন, করদাতাদের সহায়তা করতে পুস্তিকা ছাড়া ও রয়েছে কর পরামর্শ কেন্দ্র।

এ বছর আইনে সব ই-টিনধারীদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় ২০ শতাংশ বেশি রিটার্ন জমা পড়বে বলে প্রত্যাশা কর কমিশনারদের। এ বিষয়ে কর অঞ্চল-৮ এর কমিশনার আহমেদ উল্লাহ বলেন, করদাতাদের রেসপন্স খুবই ভালো। এ ছাড়া সব করদাতাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে, যে রিটার্ন দাখিল বাধ্যতামূলক, তা জমা না দিলে জরিমানা করা বিধান রয়েছে। আগের বছরের তুলনায় রিটার্নের পরিমাণ ২০ পার্সেন্টে বাড়বে বলে আশা করছি। 

গত কর বর্ষে ২২ লাখ করদাতা রিটার্ন জমা দিয়েছিল। আইন অনুযায়ী রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর বিধান না থাকলেও করোনা মহামারির কারণে এ বছর রাষ্ট্রপতি এক অধ্যাদেশ বলে এনবিআরকে সময় বাড়ানোর ক্ষমতা দিয়েছে।