SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ২৬-১১-২০২০ ২০:৪২:২৮

পদ্মা সেতুর ৩৯তম স্প্যান বসছে শুক্রবার

padma-391

শুক্রবার (২৭ নভেম্বর) পদ্মা সেতুতে যোগ হচ্ছে আরেকটি নতুন স্প্যান। সেতুর ৩৯তম এ স্প্যানটি মাঝনদীতে বসানো হলে দৃশ্যমান হবে ৫ হাজার ৮৫০ মিটার। স্প্যান বসানোর সব প্রস্তুতি এর মধ্যে সেরে ফেলা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। বাকি দুটি স্প্যান বসানো হবে ডিসেম্বর মাসে।

একেবারে শুরুর দিনগুলোতে পদ্মা সেতুতে স্প্যান বসানো হয় জাজিরা প্রান্তে। এ প্রান্তে তাই পাড় থেকে টানা বসানো আছে ২৯টি স্প্যান।

জটিলতা কেটে যাওয়ার পর গতি পেয়েছে মাওয়া প্রান্তের কাজও। সব শেষ ৭টি স্প্যানই বসানো হয়েছে এখানে। সব মিলে এখন মাওয়া প্রান্তেও পাড় থেকে শুরু করে দৃশ্যমান আছে ৯টি স্প্যান।

এবার সেতুর দুই প্রান্ত জোড়া দেওয়ার পালা। পুরো সেতুর ৪১টি স্প্যানের মধ্যে যে ৩টি বাকি, তার সবই এখন একসঙ্গে মাঝনদীতে। ধারাবাহিকভাবে এখন সেগুলো বসানো হবে।

চলতি মাসে এর মধ্যে বসানো হয়েছে ৩টি স্প্যান। ৩৯তম এ স্প্যানটি হতে যাচ্ছে মাসের ৪ নম্বর স্প্যান। বাকি থাকবে মাত্র দুটি। সেগুলোও বসিয়ে দেওয়া হবে ডিসেম্বরের প্রথমাংশে।