SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ২৬-১১-২০২০ ১৯:১২:০৫

টাঙ্গাইলে মানহীন ওষুধ উৎপাদন, জেল-জরিমানা

medicine

টাঙ্গাইলের পৌর এলাকার সাকরাইলে এভারগ্রীন নামের একটি ওষুধ কোম্পানিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় মানহীন ওষুধ প্রস্তুত, সংরক্ষণসহ নানা অনিয়মের অভিযোগে কোম্পানির মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা আর্থিক জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্দেশক্রমে প্রথমে র‌্যাব ১২-এর সদস্যরা সেখানে অভিযান চালান। সেখানে মানহীন ওষুধ প্রস্তুত ও সংরক্ষণসহ নানা অনিয়মের প্রমাণ মেলে। পরে জেলা প্রশাসনকে অবহিত করা হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুর রহমান ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ওষুধ প্রশাসন আইনের ১৮ ধারায় অভিযুক্ত এভারগ্রীন ওষুধ কোম্পানির মালিককে মানহীন ওষুধ প্রস্তুত, সংরক্ষণসহ নানা অনিয়মের অভিযোগে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দুই লাখ টাকা আর্থিক জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। একই সঙ্গে কোম্পানি সিলগালা করা হয়েছে।