SomoyNews.TV

ভাইরাল

আপডেট- ০৩-১০-২০২০ ২৩:০৩:২৭

পানির নিচে শাহরুখের গানে যুবকের নাচ (ভিডিও)

viral-video

পানির নিচে নাচ। বিষয়টা শুনতে অবিশ্বাস্য হলেও এমনটাই করে দেখালেন জয়দীপ গোহিল নামে গুজরাটের এক যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর কেড়েছে ওই যুবকের পানির নিচে নাচের ভিডিও।

শাহরুখ খানের ‘‌হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার ‘‌ইন্ডিয়াওয়ালে’‌ গানের তালে পানির নিচে নাচতে দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্ট্রাগ্রামে ভিডিও পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হয়ে। এতে সে সবার প্রশংসাও পায়।

নিজেকে ভারতের প্রথম আন্ডারওয়াটার ড্যান্সার দাবি করা গোহিলের ইনস্টাগ্রাম পেজ ‘Hydroman’ থেকে ভিডিওটি পোস্ট করার পরপরই তা ভাইরাল হয়ে যায়।

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক নাচের ভিডিও পোস্ট করেছিলেন গোহিল। এমনকি ক্রিকেটার রোহিত শর্মাও তার প্রশংসা করে টুইট করেছিলেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন