SomoyNews.TV

ভাইরাল

আপডেট- ১৭-০৯-২০২০ ১৩:১৩:৩৪

মাস্কের বদলে মুখে বিশাল সাপ পরলেন তিনি!

snake

রাস্তায় বেরোলে এখন মুখে মাস্ক পরাটা বাধ্যতামূলক ৷ করোনা কারণে এই নিয়ম এখন পুরো বিশ্বেই প্রযোজ্য ৷ কিন্তু মাস্ক পরার পাশাপাশি মুখে কাপড়, রুমালের মতো অন্য কিছু জড়ালেও চলে।

অর্থাৎ বাইরে বেরোলে মুখাবরণ অত্যন্ত প্রয়োজন ৷ কিন্তু সম্প্রতি ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে একটি বাসের মধ্যে যা দৃশ্য দেখা গিয়েছে তা দেখে অবাকই হতে হয়। এক যাত্রী মুখে মাস্ক বা রুমালের বদলে বিশাল একটি সাপ জড়িয়ে বসেছিলেন ! যে ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বাসের সহযাত্রীরা প্রথমে ভেবেছিলেন, হয়তো সাপের মতো দেখতে কিছু একটা জড়িয়ে বসে আছেন ওই যাত্রী। কিন্তু সেটা যে আসল একটা সাপ তা বুঝতে খুব বেশি সময় লাগেনি তাদের। গলায় সাপ জড়িয়ে শান্তমনেই বসেছিলেন ওই যাত্রী। দেখে মনে হবে না কোনও অস্বাভাবিক কিছু কাজ করেছেন তিনি।

বাসের অন্যান্য যাত্রীরা ওই ব্যক্তিকে বিশেষ কিছু না বললেও গ্রেটার ম্যাঞ্চেস্টার প্রশাসন বিষয়টিকে নিয়ে আপত্তি জানিয়েছে। তাদের মতে, ‘সাপের চামড়া দিয়ে তৈরি মাস্ক চলতে পারে, এমন তো আমরা বলিনি। বিশেষ করে সে চামড়া যখন সাপের গায়ে লেগে আছে, এমন অবস্থায় তো নয়ই।’