SomoyNews.TV

স্বাস্থ্য

আপডেট- ২০-০৫-২০২০ ১৩:৪৮:৫২

মশা কি করোনা ছড়াতে পারে?

mosquito

পুরো বিশ্বের প্রতিটি মানুষ করোনা আতঙ্কে। নিজের হাত বা বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় অক্সিজেনের ওপরও বিশ্বাস রাখা যাচ্ছে না। সংক্রমিত হওয়ার ভয় থাকছেই।

করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে সারাবিশ্বের মানুষ চরম আতঙ্কে, তখন মানুষের মনে প্রশ্ন রয়েছে, মশার মাধ্যমে করোনাভাইরাস ছড়ায় কিনা, সে ব্যাপারে।

বিশেষজ্ঞরা বলছেন, মশার মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে মশার কামড় থেকে সবাইকে নিরাপদ থাকারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞানী এমিলি গ্যালিকোট বলেন, বৈজ্ঞানিকভাবে কোনো কিছুই আন্দাজের ওপর বলা যায় না। এজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা এখন পর্যন্ত মশার কামড়ে করোনাভাইরাস ছড়ানোর কথা বলেননি।

তবে কিছু ভাইরাস মশার মাধ্যমে ছড়ায় বলেও জানান এমিলি।

তিনি মনে করেন, মশা এবং মানুষের জিনগত বৈশিষ্ট একেবারেই আলাদা। মানুষের তুলনায় মশার শরীরের তাপমাত্রাও ভিন্ন। তবে মশার শরীরে সেই জায়গাটা থাকে না।

সূত্র: ক্যাপরেডিও