SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ০৫-০৪-২০২০ ২২:১৩:২৫

করোনার হানা যে ১১ জেলায়

corona

দেশে মোট ৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। রোববার (৫ এপ্রিল) দুপুরে সংস্থাটির পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। তবে এরপর সন্ধ্যায় চট্টগ্রামে আরো একজন করোনা রোগী শনাক্ত হন। ফলে প্রতিবেদন লেখা পর্যন্ত দেশে মোট ৮৯ জন করোনা রোগী শনাক্তের খবর পাওয়া গেছে।

শনাক্ত হওয়াদের মধ্যে ঢাকাসহ ১১টি জেলার লোকজন রয়েছেন।

আইইডিসিআরের দেয়া তথ্য মতে করোনা রোগী শনাক্ত হওয়া ১১টি জেলা হল-

ঢাকা: ৫৪ জন ।
মাদারীপুর: ১১ জন।
নারায়ণগঞ্জ: ১১ জন।
গাইবান্ধা: ৫ জন।

বাকি ৭ জেলায় একজন করে ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ জেলাগুলো হলো- গাজীপুর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, শরীয়তপুর, রংপুর ও চট্টগ্রাম।

তবে আইইডিসিআরের এই তথ্য প্রকাশের পর চট্টগ্রামে আরো একজন করোনা রোগী শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। ফলে চট্টগ্রামে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ জনে।

এদিকে আইইডিসিআর ঘোষিত ৮৮ জন আক্রান্তের মধ্যে রাজধানী ঢাকাতেই আক্রান্ত হয়েছেন ৫২ জন্য। এই ৫২ ব্যক্তির বাস রাজধানীর ২৯টি স্থানে। রাজধানীর ৫২ জনসহ ঢাকা জেলায় ৫৪ জন আক্রান্তের তথ্য দিয়েছে আইইডিসিআর। তবে সুনির্দিষ্টভাবে আক্রান্ত ৫২ জন কোথায় থাকতেন সেই এলাকার নাম বললেও ২ জন আক্রান্তের এলাকার নাম দেওয়া হয়নি।