SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ০৫-০৪-২০২০ ১৮:১৪:২৬

জনগণের জন্য এমপি বীরেন শিকদারের বিশেষ উদ্যোগ

beren-da-pic

মাগুরা-২ নির্বাচনী এলাকার জনগণের করোনা সম্পর্কিত সমস্যা সমাধান দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। তার নির্বাচনী অঞ্চলের মানুষ যেকোনো সময় তার নম্বরে ফোন করে সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন।

বুধবার (০১ এপ্রিল) ফেসবুক পেজে নিজের নম্বরটিসহ ৬টি নম্বর দিয়ে জনগণকে ফোন করার অনুরোধ করেন তিনি।

সংসদ সদস্য বীরেন শিকদারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহম্মদপুর ও শালিখা উপজেলার মানুষ।

তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:

‘আমি ড. শ্রী বীরেন শিকদার এমপি মাগুরা-২ নির্বাচনী এলাকাসহ সমস্ত জনগনকে বলছি - দয়া করে সবাই ঘরে থাকুন,করোনা সম্পর্কিত সমস্ত নির্দেশনা মেনে চলুন। আমি মাগুরায় অবস্থান করছি, আপনাদের পাশেই আছি। আপনাদের যেকোন বিপদে/প্রয়োজনে আমাকে ফোন করবেন অথবা সংশ্লিষ্ট নির্বাহী অফিসার অথবা আওয়ামী লীগের সভাপতি/সাধারন সম্পাদক কে ফোন করবেন। ফোন নং সমূহ:-

১। আমার- ০১৭১৫০০৪২৯০, ২।ইউএনও শালিখা-০১৭৩৩৩৯৯৭৮০ ৩।ইউএনও মহ:পুর ০১৭৩৩৩৯৯৭৮১, ৪। সভাপতি শালিখা ০১৭১৬১৩১৮০৫, ৫। সা: সম্পাদক শালিখা ০১৭১৬৫৮৫৯৩৬, ৬।সভাপতি মহ:পুর ০১৭৪০৯৭৯৫৫২  ৭। সা: সম্পাদক মহ:পুর ০১৭১৫০৩৯২৭৭