SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ০২-০৪-২০২০ ১৮:৫০:৪২

ঘোড়াটি কার?

hors

গত এক সপ্তাহ ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সড়াতৈল গ্রামে একটি ঘোড়া ঘুরে বেড়াচ্ছে। ঘোড়াটি বর্তমানে গ্রামের মজনু খন্দকারের ছেলে সাগরের হেফাজতে রয়েছে। 

স্থানীয়রা জানান, গত ২৭ মার্চ সকালে এ ঘোড়াটিকে সড়াতৈল উচ্চ বিদ্যালয়ের মাঠে মুক্ত অবস্থায় ঘাস খেতে দেখা যায়। এরপর থেকেই ঘোড়াটি গ্রামের আশপাশেই অবস্থান করছিল। পরে ঘোড়াটি গ্রামের বাসিন্দা সাগরের হেফাজতে দেয়া হয়।

সাগর জানান, অনেক খোঁজাখুঁজি করেও ঘোড়াটির মালিকের সন্ধান পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় ঘোড়াটিকে প্রতিপালন করছেন তিনি। তবে ঘোড়াটির যে পরিমাণ খাবার দেয়া প্রয়োজন তিনি তা দিতে পারছেন না। এতে ঘোড়াটির স্বাস্থ্য কিছুটা খারাপ হয়ে গেছে। 

সাগর আরও জানান, ঘোড়াটির সামনের একটি পায়ে সমস্যা আছে। ঘোড়াটি একটু খুঁড়িয়ে চলে। ঘোড়াটির মালিককে খুঁজে পেলে তাতে ফিরিয়ে দিতে চান তিনি।