SomoyNews.TV

Somoynews.TV icon প্রবাসে সময়

আপডেট- ০২-০৪-২০২০ ০৬:২৭:১১

ইতালিতে স্বাস্থ্যকর্মী-পুলিশ সদস্যদের পিপিই দিলেন প্রবাসী ব্যবসায়ী

iltaly-news

করোনাভাইরাসে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইতালিতে। মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। এদিকে ইতালির স্বাস্থ্যকর্মীরাও এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। সেই মুহূর্তে এগিয়ে এলেন ইতালির প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মনিরুজ্জামান বাবু।  

তার নিজস্ব  প্রতিষ্ঠান ‘আরকো বালেনো’ এসআরএল প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত দুইদিনে তিনি ভেনিস - আন্জেলো হাসপাতাল এবং আনকোনা শহরের তোরেত্তো হাসপাতালে কর্মরত ডাক্তারদের জন্য ৬০০ পিস করোনা প্রতিরোধক কাপড় ও দুইশত পিস জুতার প্রতিরোধক কাভার প্রদান করেছেন।  

এছাড়া তিনি ভেনিসের করোনায় কর্তব্যরত পুলিশ সদস্যদের জন্য ২০০ পিস প্রতিরোধক পোশাক ও  প্রতিরোধক জুতা বিতরণ করেছেন। তিনি এমন সময়ে এ সব পিপিই প্রদান করলেন যখন দেশটিতে এসবের সঙ্কট চলছে।

মনিরুজ্জামান বাবু ৩০ বছর ধরে ইতালিতে বসবাস করছেন। ইতালির আনকোনা ও ভেনিস দুটি বন্দর থেকে তার প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে।