SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ৩০-০৩-২০২০ ১১:২৮:১৭

চরম উৎকণ্ঠায় এশিয়ার সবচেয়ে বড় যৌনপল্লীর কর্মীরা

sonagachi

করোনা ভাইরাসের সংক্রমণে ভারতজুড়ে লকডাউনের মধ্যে খদ্দের না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন পাড় করছেন এশিয়ার বৃহৎ কলকাতার সোনাগাছির যৌনকর্মীরা। একই অবস্থা দেশটির বউবাজার, কালীঘাট, খিদিরপুর, ডোমজুর, কালনা, উলুবেড়িয়া, শ্যাওড়াফুলি, শান্তিপুর, দিনহাটার যৌনপল্লিতেও। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগে রাত বাড়লেই সোনাগাছিতে ভিড় জমতো নানা বয়সী যৌনকর্মীদের। দেখা মিলত খদ্দেরদের। করোনা ভাইরাসের আতঙ্কে সেই সোনাগাছি এখন ‘মরুভূমি’। এমন পরিস্থিতির মোকাবিলায় এবং কর্মী ও সমাজে সচেতনতার বার্তা ছড়ায়ে এক বৈঠকের আয়োজন করেছে দুর্বার মহিলা সমন্বয় কমিটি। উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ডা. স্মরজিৎ জানা, সভানেত্রী বিশাখা, সক্রিয় সদস্য ও উপদেষ্টা মহাশ্বেতা মুখোপাধ্যায়সহ বহু যৌনকর্মী।

উপদেষ্টা মহাশ্বেতা মুখোপাধ্যায় বলেন, বেশি দিন নয়, গত একসপ্তাহ ধরে ছড়িয়েছে এই আতঙ্ক। যত দিন যাচ্ছে ততই আতঙ্ক বাড়ছে।

সংস্থার প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা ডা. স্মরজিৎ জানা জানান, শুধু বিশ্ব বা আমাদের দেশ নয়, করোনা আতঙ্ক ছড়িয়ে আমাদের অঞ্চলগুলিতেও। কারণ, এই ব্যবসায় স্পর্শের একটি বড় ভূমিকা রয়েছে। এবং যেহেতু করোনা স্পর্শের মাধ্যমে ছড়াচ্ছে তাই উভয় পক্ষই ভয় পাচ্ছেন।