SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ২৬-০৩-২০২০ ১২:১৮:৪৭

স্ত্রীর কথা শুনতে শুনতে কান বড় হয়ে গেছে হাফিজের!

hafiz

করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়ে আছে সব রকমের খেলা। তাই বাসাতেই হোম কোয়ারেন্টাইন পালন করছেন অনেক ক্রিকেটারই। আর এ সুযোগ কাজে লাগাচ্ছেন অনেক খেলোয়াড়ই। এ সময়টা কাটানোর জন্য ব্যতিক্রমধর্মী সব উদ্যোগ নিচ্ছেন বিশ্ব তারকারা। #স্টে এট হোম চ্যালেঞ্জের আওতায় টয়লেট পেপার দিয়ে ফুটবল, ক্রিকেট খেলেছেন লিওনেল মেসি, জামাল ভূঁইয়া, ইয়ান বেল, ড্যারেন স্যামিরা। যা সাড়া জাগিয়েছিল নেট দুনিয়ায়।

তবে এসবের কিছুই করেননি পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অফস্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। টানা পাঁচদিন ধরে ঘরে বসে শুধু স্ত্রীর কথাই শুনে যাচ্ছেন। যার ফলে তার দুই কানই বড় হয়ে গেছে। সত্যি সত্যি কান বড় না হলেও, রূপক অর্থেই এমনটা বলেছেন হাফিজ।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একজন কান বড় মানুষের ব্যাঙ্গাত্মক ছবি আপলোড করে হাফিজ লিখেছেন, ‘পাঁচদিন ধরে ঘরে বসে স্ত্রীর কথা শুনতে শুনতে আমার বর্তমান অবস্থা এখন এমন।’