SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ২৫-০৩-২০২০ ২১:৩২:১৮

করোনা: ১২শ' রিকশাচালকের পাশে গুলশান সোসাইটি

corona-releafe

করোনার প্রভাবে জীবিকা হারানো প্রায় ১২শ রিকশাচালকের পাশে দাঁড়ালো গুলশান সোসাইটি।

বুধবার (২৫ মার্চ) গুলশানে প্রাথমিকভাবে ৫শ রিকশাচালকের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন গুলশান সোসাইটির সেক্রেটারি শুক্লা সারওয়াত সিরাজ। পর্যায়ক্রমে সোসাইটির টাস্ক ফোর্সের মাধ্যমে কয়েকটি ধাপে গুলশান এলাকার সব রিকশাচালককে সহায়তা করা হবে বলে জানান তিনি।

বর্তমান প্রেক্ষাপটে সমাজের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে উচ্চবিত্তদের এগিয়ে আসার আহ্বান জানান সোসাইটির সেক্রেটারি।