SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ২৭-০২-২০২০ ১৪:৪১:২৩

পাটমন্ত্রীর ২২৯-ই ভাইরাসে আক্রান্তের বিষয়টি উদ্বেগের: কাদের

kader

পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ২২৯-ই ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি উদ্বেগের বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

তবে এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে বলেও জানান তিনি। সারা বিশ্বের মতো বাংলাদেশেও রয়েছে করোনা নিয়ে আতঙ্ক। বলেন, সরকারের পক্ষ থেকে কোনো ঘাটতি নেই। আমরা জানি এতে আমরাও আক্রান্ত হতে পারি, আমরাও ভিকটিম হতে পারি, আশঙ্কা অনেক বেশি। বাস্তবভিত্তিতে প্রমাণ অতটা এবং এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়ার বিষয় আছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাক বিষয় কি। সেটি তো অবশ্যই উদ্বেগের বিষয়।       

এদিকে, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী করোনাভাইরাসে আক্রান্ত নন, তবে করোনার সাতটি ধরনের ২২৯-ই নামক ফ্লুতে আক্রান্ত। জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। বর্তমানে সাধারণ জ্বর সর্দি কাশি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন মন্ত্রী। আইইডিসিআর বলছে, সাধারণ ফ্লু হওয়ায় আইসোলেশনেরও প্রয়োজন নেই তার।

সিঙ্গাপুরে ১৩ দিন ফুসফুসের চিকিৎসা শেষে ২৪ জানুয়ারি দেশে ফেরেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। সম্প্রতি ভর্তি হয়েছেন বঙ্গবন্ধু হাসপাতালের একটি বিভাগে। তবে এ বিষয়ে খোলাসা করেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। সংস্থাটি বলছে, এটি করোনা ভাইরাস নয় বরং ২২৯-ই নামের করোনার ভাইরাসের সাধারণ ফ্লুর একটি ধরন।

সময় সংবাদকে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, এই ধরনের ফ্লুতে আইসোলেশনের কোনো প্রয়োজন নেই।

দেশে এখন পর্যন্ত ৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, কারও মধ্যেই করোনার উপস্থিতি নেই। গুজবে কান না দিয়ে সন্দেহজনক যে কারো বিষয়ে নিশ্চিত হয়ে খবর পরিবেশনের আহ্বান আইইডিসিার এর।