SomoyNews.TV

স্বাস্থ্য

আপডেট- ২৭-০২-২০২০ ১৩:১৪:৪১

২২৯-ই করোনা ভাইরাস কী?

coronavirus

জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে মানুষকে সাধারণত সাত ধরণের করোনাভাইরাসে আক্রান্ত হয়। বিশ্বব্যাপী প্রাদুর্ভাব ছড়ানো কোভিড-১৯ ছাড়াও ছয় ধরণের করোনাভাইরাসের সংক্রমণ মানুষের মাঝে দেখা গেছে। তবে এরমাঝে ২২৯-ই করোনাভাইরাসের সংক্রমণ সাধারণের মাঝে হরহামেশাই দেখা যায়।

করোনা ভাইরাসের বিভিন্ন ধরণ নিয়ে আবির জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার তাজনুর আহমেদ বলেন, ১৯৬০ সালে প্রথম করোনা ভাইরাস শনাক্ত করা হয়। সাত ধরনের করোনা ভাইরাসে আক্রান্ত হয় মানুষ। এরমধ্যে সর্বশেষ শনাক্তকৃত ধরনটি হলো কোভিড-১৯।

তিনি আরও জানান, করোনা ভাইরাসের শনাক্তকৃত ধরনগুলো হলো, ২২৯-ই, এনএল৬৩, ওসি৪৩, এইচকেইউ১, মার্স-কভ, সার্স-কভ এবং সার্চ-কভ-২ বা কোভিড-১৯।

তাজনুর আরও জানান, চলতি বছরের আগে মানুষের মধ্যে ২২৯-ই, এনএল৬৩, ওসি ৪৩ এবং এইচকেইউওয়ান; এই করোনা ভাইরাসগুলোতে আক্রান্ত হতে দেখা গেছে। এর বাইরে সাম্প্রতিক সময়ে ২০১৯-এনকভ, সার্চ-কভ এবং মার্স-কভ এই ভাইরাসগুলোতে আক্রান্ত মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে।