SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ২৬-০২-২০২০ ১৫:২৩:৪৭

শাবনূর-সালমানের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সামিরা

samira-hoque

চিত্রনায়ক সালমান শাহ’র রহস্যজনক মৃত্যু প্রসঙ্গে আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিয়ছে পিবিআই। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ইন্সপেক্টর মো. সিরাজুল ইসলাম আদালতের ডেসপ্যাচ শাখায় জমা দেন ৬০০ পৃষ্ঠার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দিয়েছেন। 

সালমান শাহের রায়ে মোটেও খুশি নন তার মা-ভাই ও মামা। কিন্তু অপরদিকে এই রায়ে খুশি হয়েছেন সালমানের স্ত্রী সামিরা ও তার বাবা। সালমান শাহ হত্যায় নতুন নাম যুক্ত হয়েছে সে আর কেউ নন তিনি নায়িকা শাবনূর। আর শাবনূর-সালমানের সম্পর্ক নিয়ে একটি গণমাধ্যমে মুখ খুলেছেন স্ত্রী সামিরা।

তিনি বলেন, শাবনূরকে তার কৃতকর্মের জন্য সরি বলতে হবে। সেটা এখন হোক কিংবা পরে, এই জীবনে কিংবা শেষ বিচারের দিনে।’

তিনি জানান, সালমান শাহ ও শাবনূর যে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, সে কথা সালমান নিজেই স্বীকার করেছিলেন।

সামিরা বলেন, সালমান তাকে সঙ্গে নিয়েই শুটিংয়ে যেতেন। প্রায় প্রতিটি সিনেমায় সালমানের ‘ড্রেস ডিজাইনার’ ছিলেন তিনি। ’৯৬ সালে বাদল খন্দকারের একটি সিনেমার শুটিংয়ে সালমান ও শাবনূর কক্সবাজারে যান। সেখানেই সম্পর্কে জড়ান তারা। ওই বছরের আগস্টে শাবনূরকে নিয়ে সিঙ্গাপুরে যান সালমান। সেখান থেকে ফিরে সালমান নিজেই সামিরাকে বলেন, তিনি একটা অন্যায় করে ফেলেছেন। শাবনূরের সঙ্গে এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে তাকে ব্ল্যাকমেল করা হতে পারে। সামিরা তখনই বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন। সালমান শোনেননি। তখন কিছু পত্রপত্রিকায় সালমান শাবনূরকে বিয়ে করতে যাচ্ছেন বলে খবর বেরোয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়, সংবাদ সম্মেলন করে সালমানকে ঘোষণা দিতে হয় সামিরা তার স্ত্রী।

একপর্যায়ে সামিরা চট্টগ্রামে চলে যান। চট্টগ্রামে থেকেও তিনি খবর পাচ্ছিলেন সালমানকে অসদাচরণের জন্য প্রযোজক-পরিচালক সমিতি থেকে তিরস্কার করা হয়েছে। তিনি কাজে মন বসাতে পারছেন না। বেশ কিছু অঘটনও ঘটিয়েছেন। শেষ পর্যন্ত ৩ সেপ্টেম্বর সালমানের কাছে ফিরে আসেন সামিরা। এসে কী দেখলেন? এমন প্রশ্নে সামিরা বলেন, ‘ইমন (সালমান) কতটা আবেগপ্রবণ ছিল, সেটা কেউ বুঝবে না। ভাববে সিনেমাটিক। কিন্তু আমি ফিরে দেখলাম, রাগ করে চট্টগ্রাম যাওয়ার আগে যেভাবে যা রেখে গেছি, সেভাবেই আছে। ইমন মাটিতে ঘুমোচ্ছে। সঙ্গে আমার একটা টপস।’ সামিরা সব ভুলে নতুন করে শুরু করতে চেয়েছিলেন। পরদিন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কার গ্রহণ অনুষ্ঠানেও দুজনে একসঙ্গে যান। ওই বছর সালমান সেরা চিত্রনায়ক ও শাবনূর সেরা নায়িকার পুরস্কার পেয়েছিলেন। তবে শাবনূর ওই অনুষ্ঠানে আসেননি। এর দুদিন পর আত্মহত্যা করেন সালমান।