SomoyNews.TV

Somoynews.TV icon তথ্য প্রযুক্তির সময়

আপডেট- ২৫-০২-২০২০ ১৪:৫৩:১০

৩৭ হাজারে শাওমির বাইক

shaomi

স্মার্টফোন, স্মার্টটিভি, ইলেকট্রিক বাইকের পর এবার শাওমির নতুন চমক উন্নত প্রযুক্তির বাইক। ‘হিমো টি ওয়ান’ নামে ইলেকট্রিক বাইকটি চীনের বাজারে নিয়ে এলো শাওমি। যার বাংলাদেশি দাম প্রায় ৩৬ হাজার ১৯৪৩ টাকা।

লাল, ধূসর এবং সাদা এই তিনটি রঙে পাওয়া যাবে বাইকটি। ১৪০০০ এমএএইচ এবং ২৮০০০ হাজার এমএএইচ ব্যাটারিযুক্ত হিমো টি ওয়ান বাইকটি পাওয়া যাচ্ছে। ৫৩ কেজি ওজনের বাইকটি ১৪ হাজার এমএএইচ-এ ৬০ কিলোমিটার এবং ২৮ হাজার এমএএইচ-এ ১২০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে।

বাইকটিতে রয়েছে ফ্রন্ট সাসপেনশন ফর্ক, ডুয়াল কয়েলওভার রিয়ার সাসপেনশন, রিয়ার সাইড ড্রাম ব্রেক এবং ফ্রন্ট সাইড হাইড্রোলিক ডিস্ক ব্রেক। এছাড়াও রয়েছে ওয়ান বাটন স্টার্ট, মাল্টি ফাংশন কম্বিনেশন সুইচ এবং ডিজিটাল ডিসপ্লে। এছাড়াও রয়েছে ৯০ এমএম ওয়াইড টায়ার, এলইডি লাইট। মাঝপথে চার্জ শেষ হয়ে গেলে প্যাডেল করে বাইক চালানোর ব্যবস্থাও রয়েছে।

এর আগে হিমো ভি ওয়ান ও হিমো সি ২০ ফোল্ডিং নামে  দুটি ই-বাইক বাজারে নিয়ে এসেছিল শাওমি।