SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ২৪-০২-২০২০ ২২:১৫:৫৭

পটুয়াখালীতে নিখোঁজ ভাইবোনের মরদেহ উদ্ধার

panite-dube-mrittu

পটুয়াখালীতে নদীতে গোসল করতে গিয়ে পানির স্রোতে ভেসে যাওয়া নিখোঁজ আরাফাত হোসেন ঘরামি (১১) ও জান্নাতুল মীম (১২) নামে দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের দক্ষিণ ধরান্দির বলইকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

সন্ধ্যায় ধনান্দী নদীতে মাছ ধরার জাল মীমের মরদেহ উদ্ধার করে জেলেরা। পরে ডুবুরি একটি দল আরাফাতকে মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানাযায়, সোমবার দুপুরে আশ্রাফ ঘরামির ছেলে আরাফাত ও তার ভাই আফজাল ঘরামির মেয়ে জান্নাতুল মীম বাড়ির পাশের ধরান্দী নদীতে গোসল করতে যায়। নদীতে গোসল করতে নামার কিছুক্ষণ পর পাবনা থেকে বালুবাহী একটি কার্গো জাহাজ নদী দিয়ে যাবার সময় পানির স্রোতে দুই জনই নদীতে ভেসে যায়।