SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ২৪-০২-২০২০ ১৮:৫৪:২৫

নির্মাণ করা হচ্ছে সৌরভের বায়োপিক

sourab-gangoli

ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর জীবনী নিয়ে বায়োপিক তৈরি করতে যাচ্ছে নির্মাতা করণ জোহর। 

ডিএনএ ইন্ডিয়ার প্রতিবেদন বলছে,  প্রায় দুই বছর ধরেই ‘দ্য প্রিন্স অব কলকাতা’ খ্যাত সৌরভ গাঙ্গুলীর বায়োপিক বানানোর কথা চলছে। নানা প্রস্তাবও আসছে। সৌরভের ঘনিষ্ঠ সূত্র এমনটাই ইঙ্গিত দিয়েছে।

তার জীবনের ওঠা-নামা, বিতর্ক, কামব্যাক সবই যে থাকবে সে ছবিতে আভাস মিলেছে ইতিমধ্যেই। তবে, এখনও পর্যন্ত মুখ খোলেননি করণ এবং সৌরভ।

তবে সৌরভের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, প্রায় দু’বছর ধরেই দাদার বায়োপিক বানানোর কথা চলছে। নানা প্রস্তাবও আসছে। এক মিটিংয়েও বায়োপিক বানানো নিয়ে হয়েছে বিস্তর আলোচনা। সৌরভের বায়োপিকে মুখ্য চরিত্রে কে থাকছেন এ নিয়েও খোঁজও শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি বলেই শোনা গেছে।